Enjoy Viral Topics News and World News

Breaking

Sunday, March 29, 2020

Epitaph Bangla Lyrics (এপিটাফ) - Shonar Bangla Circus new song

Epitaph Bangla Lyrics (এপিটাফ) - Shonar Bangla Circus new song. Epitaph Bangla Lyrics by sonar bangla circus. এপিটাফ Bangla lyrics by sonar bangla circus. হায়েনা এক্সপ্রেসের এপিটাফ. Hyena Express Bangla Lyrics by sonar bangla circus. Sonar bangla circus latest new song bangla lyrics 2020. Bangla new song Bangla lyrics.

Epitaph Bangla Lyrics (এপিটাফ) - Shonar Bangla Circus

Song: Epitaph (এপিটাফ)
Band: Shonar Bangla Circus
Album: "Hyena Express"

Epitaph Bangla Lyrics (এপিটাফ) - Shonar Bangla Circus

এই আলো ধরে রাখো কুঠুরি
আমাকে আর খুঁজো না।
আমি থাকব নিভে যাওয়া প্রদীপের আঁধারে। 

এই গান শুনে রাখো বালুতীর
আমাকে আর ডেকো না।
আমি চলে যাব চিলের ডানায় 
গভীর সাগরে।

মানুষের হৃদয় ভরে ওঠে আবার শূন্য হবার জন্য
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য।

আমাদের হয়েছিল দেখা 
যখন হৃদয়কে শাসন করছিলো শুন্যতা
আমাদের হয়েছিল কথা
যখন মৃতের কঙ্কালে স্তব্ধ মহাকাল।

মানুষের হৃদয় ভরে ওঠে আবার শূন্য হবার জন্য
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য।

কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো 
যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে ।। 
নিজের অরণ্যে সময় চালায় তার ধারালো কুঠার
ভুলে যেও সেই গান সাগর ধুয়ে দেয় যদি তোমার পুরনো সৈকত।

মানুষের হৃদয় ভরে ওঠে আবার শূন্য হবার জন্য
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য।

এই আলো ধরে রাখো কুঠুরি
আমাকে আর খুঁজো না।
আমি থাকব নিভে যাওয়া প্রদীপের আঁধারে। 


Thanks For Visit Our Website

No comments:

Post a Comment