Song Details:
Song: Chute Parina Tomay (ছুঁতে পারিনা তোমায়)
Singer: Neru
Lyric: Sabnam Mustari & Neru
Music: Neru
Cast: Musfiq R Farhan & Parsa Evana
DOP: Mostaq Morshed
Asst Direction: Emran Robin
Screenplay & Direction: Mahmud Mahin
Drama: Dear Ex
Label: Soundtek
Chute Parina Tomay Lyrics (ছুঁতে পারিনা তোমায়) Neru
ভুল গুলো সব বুঝেছি পরে
তুমি নেই বলে কাঁদি অঝোরে,
ভুল গুলো সব বুঝেছি পরে
তুমি নেই বলে কাঁদি অঝোরে,
এত কাছে থেকে কেন এত দূরে?
দূরত্ব বেশি না দেখি তবু প্রতিদিন
ছুঁতে পরিনা তোমায়,
দূরত্ব বেশি না দেখি তবু প্রতিদিন
ছুঁতে পরিনা তোমায়।
পাশে ছিলে যখন তোমায় বুঝিনি
অবহেলা শুধু করেছি,
এতো ভালোবাসা সরিয়ে দিয়ে দূরে
ভুল পথে শুধু চলেছি।
এমন যদি হতো ভুল সব ভুলে
আবার আগের মতো বুকে টেনে নিতে।
দূরত্ব বেশি না দেখি তবু প্রতিদিন
ছুঁতে পরিনা তোমায়,
দূরত্ব বেশি না দেখি তবু প্রতিদিন
ছুঁতে পরিনা তোমায়।
ছুঁতে পারিনা তোমায় লিরিক্স নেরুঃ
Bhul gulo sob bujhechi pore
Tumi nei bole kandi ajhore
Eto kache theke keno eto dure
Durotto beshi na dekhi tabu protidin
Chute parina tomay
Pashe chile jokhon tomay bujhini
Abohela shudhu korechi
Eto valobasha soriye diye dure
Bhul pothe shudhu cholechi
Emon jodi hoto bhul sob bhule
Aber ager moto buke tene nite
Duratto beshi na dekhi tabu pratidin
Chutey parina tomay
Thanks For Visit Our Website
No comments:
Post a Comment